পুরনো স্মৃতি - গল্প ও সাহিত্য

পুরোনো স্মৃতি - মোঃ আলী হাসান কোনটা রেখে কোনটা বলি ভেবে পাই না তো কূল, বন্ধুরা আমরা সবাই ছিলাম দুষ্টামি করার মূল । তুলসী পাতা ছিলাম না কেউ ছিলাম হারামজাদা, পুকুরে গোসল করতে গেলেই ছোড়াছুড়ি করতাম কাদা । একেক জনের একেক প্রতিভা কত রাখবো আর গোপন, কেউবা চুরি, কেউবা মজায় মস্ত মহাজন । কারো গাছের লেবু তো আবার কারোর গাছের আম, সুযোগ পেলে ছাড়িনি আমরা মাস্টারের গাছের জাম । পুকুর পাড়ের গাছের লিচু মোড়লের গাছের কলা, চুরি করে খেতাম আর খেলতাম সারা বেলা । এলাকার মানুষ শান্তি পাইনি লাগিয়ে ফলের গাছ, চুরি হলেই বুঝে যেত এটাও আমাদেরই কাজ । এতো চুরি করেছি তবু ধরা পড়িনি হাতেনাতে, যেহেতু ধরা পড়িনি আমরা তাই সমস্যা হয়নি তাতে । খেজুর ডালের ঘোড়া আর বেয়ারিং এর গাড়ি, সারাদিন নিয়ে খেলতাম আমরা সন্ধ্যায় ফিরতাম বাড়ি । ডিম আলু দিয়ে চড়ুইভাতি সাথে আঠাশ চালের ভাত, ভাতের মাড় আলাদা করতে প্রায়ই পুড়তো হাত । বাগানে খেলতাম কানামাছি করতাম দোড় ঝাঁপ, গাছে উঠলেই তেড়ে আসতো ল্যাংড়া গুধার বাপ । স্কুল থেকে পালিয়ে যেতাম দুটো ক্লাস করে, স্যারের কাছে ধরা পড়লেই মারতেন ধরে ধরে । দল বেধে ঘুরে বেড়াতাম করতাম না ঝগড়াঝাটি, মনে পড়লে সৃতি গুলো আজও আনন্দে হেসে উঠি । ফিরে পাবোনা সেই দিন আর দিনগুলো আজ অতিত, সময়টা ছিল খুব মধুর তা বলা ব্যাখ্যাতিত ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ